হাওজা নিউজ এজেন্সি: রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন,
أَلا اُخْبِرُکُمْ عَنْ اَقْوامٍ لَیْسُوا بِأَنْبِیاء وَ لا شُهدَاء تَغْبِطُهُمْ النّاسُ یَـوْمَ الْقِـیامَةِ ... یَأْمُرُونَهُمْ بِما یُحِبُّ اللّه ُ وَ یَنْهَوْنَهُمْ عَمّا یَکْرَهُ اللّه ُ.
“আমি কি তোমাদের এমন একদল মানুষের কথা জানাবো না, যারা না নবী, না শহীদ; কিন্তু কিয়ামতের দিন মানুষ তাদের মর্যাদা দেখে হিংসা করবে?... তারা মানুষকে আল্লাহ যে বিষয় পছন্দ করেন তার প্রতি আহ্বান করে, আর আল্লাহ যে বিষয় অপছন্দ করেন তা থেকে বিরত রাখে।”
[মুস্তাদরাকুল ওয়াসায়েল, খণ্ড ১২, পৃষ্ঠা ১৮২]
এ হাদিস থেকে সুস্পষ্ট হয় যে, সমাজে সৎকর্ম প্রচার ও অসৎকর্ম প্রতিরোধকারীরা আল্লাহর নিকট এক বিশেষ সম্মান ও মর্যাদার অধিকারী হবেন। কিয়ামতের ময়দানে তাদের সেই মর্যাদা দেখে অন্যরা ঈর্ষান্বিত হবে।
আপনার কমেন্ট